Join Our Telegram Group to connect with bigger community. Join Now!

Table of Content

ওয়ান পিস লাইভ একশন মুভি রিভিউ | One piece live action film review - Peak Fiction

কেমন ছিল ওয়ান পিস এর নতুন মুভি?

ওয়ান পিস লাইভ একশন মুভি রিভিউ | One piece live action film review - Peak Fiction

অ্যানিমেটা না দেখলেও, এটা অনায়াসে দেখা যাবে। নেটফ্লিক্স থেকে এত্ত ভালো এডাপটেশন কেউ কস্মিনকালেও চিন্তা করেনাই। এত্ত ভালো করেছে তারা! তারা বাজিমাত করেছে মূলত মাঙ্গা/অ্যানিমের মতো এপ্রোচে না গিয়ে। তারা প্লট আর স্টোরিলাইনকে ঠিক রেখে জাস্ট স্ক্রিনপ্লে এদিক-ওদিক জোড়াতালি দিয়েছে। তাতেই তারা সফল। এজন্যে কাউরেই আর রিপিটেটেড কিছু দেখতে হচ্ছে না৷ ওয়ান পিসের রাইটার ওডা সেনসেই শুরু থেকে সব দেখাশোনা করেছে বলেই, এত্ত ভালোভাবে তারা প্রেজেন্ট করতে পেরেছে।

সিরিজটির পজিটিভ দিক অনেক বলতে গেলে। বিজিএমকে উল্লেখ করতেই হয় বিশেষ করে। সিজি-আই, ভিএফএক্স এগ্লাতে না যাই। তাছাড়া প্রতিটা এপিসোডের শুরুতে টাইটেল লগোর ভিন্নতা আলাদা নজর কেড়েছে। কাস্টদের অভিনয়, লোকেশন সব বেশ ভালো। মেইন কাস্টদের ফ্ল্যাশব্যাকগুলো খুবই সুন্দর করে তুলে ধরেছে। কিছু কিছু সিন অ্যানিমে থেকে বেটার করেছে। যেটা অ্যানিমেতে সেন্সর করেছে, সেগ্লা এখানে করেনি।

নেগেটিভ বলতে গেলে, অনেক আইকনিক সিন তারা কেটে দিয়েছে। বেশকিছু ইমোশনাল সিন কেটে দিয়েছে। যেগুলো থাকা বাধ্যতামূলক ছিল। থাকলে অনেক বেটার আউটপুট আসতো সবমিলিয়ে। কিছু মিসকাস্ট। আর ফাস্ট পেসড খুব। যদিও এটাতে আমার সমস্যা মনে হয়নি। ফাইটিং কোরিওগ্রাফি নিয়ে শুরু থেকে চিন্তায় ছিলাম। অথচ অনেক দারুণ হয়েছে। ফাইটিং এর সময় লুফিকে কল্পনার চাইতেও খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে। 

ওয়ান পিসের মতো গুফিনেস রাখেনি, কমেডি হালকা-পাতলা রেখেছে। বেশ সিরিয়াস টোন নিয়ে আগায়। যেটা বেশ ইপ্রেসিভ। এটার ২য় সিজন আসা উচিত। আরো ভালো করতে পারবে নেটফ্লিক্স এটাকে, আমি নিশ্চিত। আমি সন্তুষ্ট এটার ১ম সিজনে।

অ্যানিমের ওয়ান পিসের ওপেনিং গানের বিজিএমটা যখন বাজে, ফিলিংসটা বলে বুঝানোর মতো নাহ। বেস্ট ফিলিংস।

লিখেছেন - শামীম রেজা

Post a Comment