কিভাবে ওয়ার্ডপ্রেসে কাস্টম বাংলা ফন্ট এড করতে হয়?

কিভাবে ওয়ার্ডপ্রেসে কাস্টম বাংলা ফন্ট এড করতে হয়?

ওয়ার্ডপ্রেসে কিভাবে কাস্টম বাংলা ফন্ট এড করবেন?

আসসালামু আলাইকুম। সবাইকে Peak Fiction ওয়েবসাইটে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা দেখব আমরা যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করি তারা ওয়ার্ডপ্রেস এর মধ্যে কিভাবে ওয়ার্ডপ্রেসে কাস্টম বাংলা ফন্ট ইউজ করব। তো আমাদের যাদের কোন বাংলা ওয়েবসাইট আছে যেখানে আমরা অনেক বাংলা লিখে পোস্ট করি বা সাইটে বাংলা ব্যবহার করা হয় তাদের জন্য এই পোস্টটা উপকারী হতে যাচ্ছে। 

এইভাবে ওয়েবসাইটে বাংলা ফন্ট দেখতে এতটা ভালো লাগেনা। এতে করে আমাদের ব্যবহারকারীদের  আমাদের পোস্ট পড়তেও খারাপ লাগে। এতে করে আমাদের ওয়েবসাইটের ভিজিটর কমে যেতে পারে। ওয়ার্ডপ্রেসে কাস্টম বাংলা ফন্ট ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটকে আমাদের ব্যবহারকারীদের কাছে আরো সুন্দর ভাবে উপস্থাপন করে তুলতে পারব। এতে করে আমাদের ইউজার বাড়বে এবং ব্যবহারকারীদের আমাদের ওয়েবসাইটের প্রতি একটি পজিটিভ দৃষ্টিকোণ থাকবে।

কিভাবে ওয়ার্ডপ্রেসে কাস্টম বাংলা ফন্ট এড করতে হয়?

তো ওয়েবসাইটে বাংলা ওয়েব ফন্ট ইউজ করার জন্য অনেক ধরনের পদ্ধতি থাকলেও আমরা সবচেয়ে সহজ এবং কার্যকারী পদ্ধতিটি ইউজ করব। আমি প্রায় সবগুলো পদ্ধতি দেখেছি এবং আমার কাছে এই পদ্ধতিটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ওয়েব ফন্ট একটি প্লাগিন এর মাধ্যমে ইউজ করব। নিচে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেয়া হলো। নিচের স্টেপ গুলো ফলো করে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট এড করতে পারবেন।

১. প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এ চলে আসতে হবে। 

২. এরপর আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Plugin অপশনে চলে যেতে হবে। 

৩. Plugin অপশন থেকে Add New Plugin সিলেক্ট করতে হবে। এবং কোনায় থাকা সার্চ বার থেকে “Bangla Font Collection” এই নামটি সার্চ করতে হবে।

৪. নাম সার্চ করার পর আমাদের প্রথমে থাকা plugin টি ডাওনলোড করতে হবে। এবং ডাউনলোড হয়ে গেলে প্লাগিনটি একটিভ করতে হবে।

. এবার প্লাগিন অপশন থেকে “Bangla Font Collection” প্লাগিনটির সেটিং অপশনে চলে যেতে হবে।

৬. সেটিংস এ গেলে আমরা বিভিন্ন বাংলা ফন্ট এর css কোড পাবো। এবং উপরে একটি খালি বক্স পাবো।

. উপরের খালি বক্সে নিচের দেওয়া কোড গুলো পেস্ট করে দিতে হবে এবং সেভ করতে হবে।

body, h1, h2, h3, h4, h5, h6 {

    font-family: AdorshoLipi, arial, sans-serif !important;

}

এখন যদি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইট এ আবার ফেরত আসি তাহলে দেখতে পারব আমাদের সকল বাংলা ফন্ট চেঞ্জ হয়ে আমাদের কাস্টম বাংলা ফন্টে চেক হয়েছে। এইভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাস্টম বাংলা ফন্ট এড করতে পারব। 

ওয়ার্ডপ্রেসে কাস্টম বাংলা ফন্ট এড বা চেঞ্জ করব কিভাবে?

এখন আপনারা যদি এখানে আদর্শ লিপির পরিবর্তে অন্য কোন বাংলা ফন্ট এড করতে চান তাহলে আপনাদেরকে ফন্ট ফ্যামিলি টা চেঞ্জ করতে হবে। এর জন্য নিচের স্টেপগুলো ফলো করুন। 

১. Bangla Fonts Collection plugin এর সেটিং অপশনে যেতে হবে।

২. সেটিংসে গেলে আমরা বক্সের মধ্যে উপরের কোড গুলো দেখতে পারবো এবং নিচে বিভিন্ন ফন্টের কিছু সিএসএস কোড দেখতে পারবো। 

৩. এখন আমাদের উপরের বক্সের মধ্যে যে কোডগুলো আগে অ্যাড করেছিলাম সেখান থেকে মার্ক করা অংশটি ডিলিট করে সেই জায়গায় নিচে থাকা আপনার পছন্দের বাংলা ফন্টের সিএসএস কোডটি পেস্ট করতে হবে। এরপর আবার সেভ করে দিতে হবে। এখন আমরা যদি আবার আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাই তাহলে দেখব আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বাংলা ফন্টগুলো চেঞ্জ হয়ে আমাদের কাস্টম বাংলা ফন্টে পরিবর্তন হয়েছে। 

কাস্টম বাংলা ফন্টে পরিবর্তন হচ্ছে না। কি করব? 

অনেক সময় আমাদের এই সব প্রসেস করার পরেও আমাদের ওয়েবসাইটের কাস্টম বাংলা ফন্ট শো করে না। এর জন্য আমাদের পোস্টে যেতে হবে এবং পোস্ট থেকে এডিট অপশনে গিয়ে আপডেট করে দিতে হবে। পোস্টের কিছু চেঞ্জ করার দরকার নেই শুধু আপডেট করে দিলেই আমরা দেখব যে আমাদের পোস্টে কাস্টম বাংলা ফন্ট দেখাচ্ছে।

এই প্রসেসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আরো ভালো হবে।

তো এই ছিল আজকের মত আশা করি এর মাধ্যমে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাস্টম বাংলা ফন্ট খুব সহজেই এড করতে পারবেন। আর কারো যদি কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব।

Share This Post -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *